শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক বিজিএমইএর সাবেক সভাপতি ও ইএবির প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে সূত্র জানিয়েছে।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বাদ যোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় নামাজে জানাজা বাদ মাগরিব কুমিল্লার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
বিজিএমইএর সাবেক এই সভাপতি ড্রাগন সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক, রুপালী ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।