ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের ৬২তম বার্ষিক সাধারণ সভা গত ২১ ডিসেম্বর রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও নগদ ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পাশাপাশি পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ নির্ধারণ করা হয়।
সভায় তিন বছরের বেশি সময় শেয়ারহোল্ডার পরিচালকের দায়িত্ব থাকা মো. সিদ্দিকুর রহমান অবসর গ্রহণ করেন। এ সময় পর্ষদের শূন্যপদে রিচার্ড ডি রোজারিওকে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের ৬২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, সঞ্চালনা করেন ডিএসইর মহাব্যস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজজামান,ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম,বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের এমডি মিনহাজ মান্নান ইমন, শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি মো. সাজেদুল ইসলাম, বুলবুল সিকিউরিটিজ লিমিটেডের এমডি এএস শাহুদুল হক বুলবুল, গ্রীনল্যান্ড ইকুইটিজ লিমিটেডের এমডি এম রাজীব এহসান, এ্যাংকর সিকিউরিটিজ লিমিটেডের এমডি এ জেড এম নাজিম উদ্দিন, এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের সিইও মুহা. শাহেদ ইমরান, আলী সিকিউরিটিজ কোং লিমিটেডের চেয়ারম্যান এম আকবর আলী ও দোহা সিকিউরিটিজ লিমিটেডের এমডি এ কে এম সামসুদ্দোহা।