সার্ভার জটিলতা কাটিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বেলা ১১ টা ৩০ মিনিটে লেনদেনে ফিরেছে।
লেনদেন দেরিতে শুরু হওয়াতে লেনদেনের সময়সূচিতে এসেছে পরিবর্তন। আজ দুপুর ২ টা ৫০ মিনিট পর্যন্ত মূল লেনদেন হবে, ২ টা ৫০ মিনিট থেকে পোস্ট-ক্লোজিং সেশন চলবে দুপুর ৩ টা পর্যন্ত।
এর আগে আজ রবিবার (৫ জানুয়ারি) সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধ ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সার্ভার জটিলতায় সকাল থেকে লেনদেন বন্ধ রয়েছে। সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।
তবে ডিএসইর আইটি টিম সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধান হওয়া মাত্রই লেনদেন শুরু করা হবে।
অন্যদিকে, স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।