দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনারেল ইন্স্যুরেন্স খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (NITOLINS) চলতিঅর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) ও (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২৯অক্টোবর ,২০২৪ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনাও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩মাসে (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.২৬ টাকা। গত অর্থবছরেরএকই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৩২ টাকা।
অপরদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৯৫ টাকা। গতঅর্থবছরেরএকই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ১.২২ টাকা।গ
গত ৩০,সেপ্টেম্বর , ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩০.৩২ টাকা।