ঢাকা শেয়ার বাজার

২৯ অক্টোবর ২০২৫ বুধবার ১৩ কার্তিক ১৪৩২

দাবি আদায়ের লক্ষ্যে তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশন বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

আজ রোববার( ১লা অক্টোবর) সকাল থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় খুলনা অঞ্চলের ১৫ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ রয়েছে। সরকারকে ‘সতর্কতামূলক বার্তা’ দেওয়ার জন্য তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তিন দফা দাবিতে এর আগে গত ৩রা সেপ্টেম্বর সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। পরে ওই দিন রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে বৈঠকের পর ধর্মঘট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করে রাখা হয়। ওই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না করায় আজ তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে।

খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দাবির পরিপ্রেক্ষিতে কমিশন বৃদ্ধিসংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। গেজেট ভুলে ভরা। শুধু গেজেট প্রকাশ নয়, দাবির বাস্তবায়ন করতে হবে।

ব্যবসায়ীদের তিন দফা দাবি হলো—জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা। এর মধ্যে জীবনকাল ৫০ বছর করা ও কমিশন বাড়ানোর দাবি পূরণ করার আশ্বাস দিয়েছিল বিপিসি।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।