ঢাকা শেয়ার বাজার

৪ অক্টোবর ২০২৫ শনিবার ১৯ আশ্বিন ১৪৩২

দুটি নতুন পণ্য চালু করেছে এনআরবি ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবি ব্যাংক সম্প্রতিএনআরবি প্রতিদিনঅটোফিক্সড লোননামে দুটি উদ্ভাবনী পণ্য চালু করেছে।

পণ্য দুটির মধ্যে এনআরবি প্রতিদিন হচ্ছে দৈনিক মুনাফাভিত্তিক পণ্য; আর অটো ফিক্সডলোন হলো প্রিরেজিস্টার্ড বা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয়ের জন্য বিশেষ ঋণসুবিধা।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজখান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহীন হাওলাদার, মো. আলী আকবরফরাজী, আনোয়ার উদ্দিন এম রাশিদুল হুদাকে সঙ্গে নিয়ে পণ্য দুটির উদ্বোধন করেন।

ব্যাংকের প্রধান প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে রিটেইল ব্যাংকিংবিভাগের প্রধান মো. রেজাউল শাহরিয়ার ট্র্যানজেকশন ব্যাংকিং বিভাগের কর্মকর্তা মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।