পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (POWERGRID)এর চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ‘২০২৪-ডিসেম্বর’২০২৪) ও (জুলাই ‘২০২৪-ডিসেম্বর’২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি ,গত ৩ মাসে (অক্টোবর’২০২৪-ডিসেম্বর’২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ১.১৫ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে বেড়েছে ২৭৯ শতাংশ।
অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২৪-ডিসেম্বর’২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৫৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৭ টাকা। গত ৬ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে রেকর্ড পরিমাণ বেড়েছে ।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ১১.৭০ টাকা যা আগে ছিল ১০.১৫ টাকা এবং নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ১৪১.৬৬ টাকা। যা আগের বছর ছিল ১২৯.২৮ টাকা।