শেয়ার বাজারে তালিকা্ভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (NPOLY) গত ৩০ শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০.৫০ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ প্রতি শেয়ারের শেয়ার হোল্ডাররা ১.০৫ টাকা পাবেন।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS ) হয়েছে ২.২৭ টাকা, যা আগের বছর ২.০৯ টাকা ছিল। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ২.৮৯ টাকা, যা আগের বছরে ছিল ৬.৫২ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩০.৬৩ টাকা।
আগামী ১৮ ডিসেম্বর ২০২৪, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর ২০২৪ তারিখ ।
উল্লেখ্য, গতবছর ও কোম্পানিট ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে, অর্থাৎ আজ কোম্পানি টি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।