বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক, দেশি ও বিদেশি পর্যটকদের জন্য পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে।
এই চুক্তির আওতায় এখন থেকে পর্যটন করপোরেশন ব্র্যাক ব্যাংকের পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনাল এবং বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবে। এর ফলে পর্যটকরা তাদের ভিসা, মাস্টারকার্ড, জেসিবি, ডাইনার্স ক্লাব এবং ডিসকভার কার্ড ব্যবহার করে লেনদেন করতে পারবেন।
এই উদ্যোগটি হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পর্যটকদের জন্য দ্রুত ও নিরাপদ লেনদেনের সুবিধা নিশ্চিত করবে। এই চুক্তির মাধ্যমে আর্থিক লেনদেন সহজ ও সুবিধাজনক হওয়ার ফলে বিদেশি পর্যটকরা ঝামেলাহীন পেমেন্ট অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গত ২৮ জানুয়ারি আগারগাঁওয়ের পর্যটন ভবনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ.কে.এম. তারেক, রিটেইল ব্যাংকিংয়ের হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, ঢাকা ওয়েস্ট রিজিওনের রিজিওনাল হেড ফয়সাল হায়দার, ক্লাস্টার ম্যানেজার জিয়া উল হক এবং মার্চেন্ট অ্যাকোয়্যারিংয়ের হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।