শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানি পাঁচটি হলো বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, মালেক স্পিনিং মিলস লিমিটেড, এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ল্যাম্পস (BDLAMPS)কোম্পানর পর্ষদ সভা আগামীকাল ১৯ জানুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।
সিভিও পেট্রোকেমিক্যাল(CVOPRL) কোম্পানিটির পর্ষদ সভা ২০ জানুয়ারি (সোমবার) বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।
মালেক স্পিনিং(MALEKSPIN) কোম্পানিটির পর্ষদ সভা ২২ জানুয়ারি (বুধবার) বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।
এমবি ফার্মাসিউক্যালস(AMBEEPHA) কোম্পানিটির পর্ষদ সভা ২২ জানুয়ারি (বুধবার) বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।
ন্যাশনাল টি(NTC) কোম্পানিটির পর্ষদ সভা ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।পর্ষদ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে।