পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেড (ECIMBANK) চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি ২৩-মার্চ ২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ৯ ই মে ২০২৩ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
১ম প্রান্তিকে ব্যাংকটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয় (CONSOLIDATED EPS ) হয়েছে ০.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.২৫ টাকা। গত ৩ মাসে ব্যাংকটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৮ শতাংশ কমেছে।
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.৩০ টাকা যা আগের বছরে ছিল ঋণাত্মক (১৫.৮২) টাকা
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২২.১৩ টাকা। যা আগেরবছরে ছিল ২১.৯৭ টাকা।