ঢাকা শেয়ার বাজার

৫ নভেম্বর ২০২৫ বুধবার ২০ কার্তিক ১৪৩২

প্রবাসীরা ১০০ টাকা পাঠালেই আজ থেকে পাবেন ১০৫ টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

প্রবাসীদের পাঠানো ডলারে সরকার আগে থেকেই আড়াই শতাংশ প্রণোদনা দিয়ে আসছিলেন। এবার রেমিট্যান্সে সরকারের পাশাপাশি ব্যাংকগুলোও ২.৫০ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ প্রবাসীরা ১০০ টাকা পাঠালে পাবেন ১০৫ টাকা।

সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এই সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে প্রবাসীদের আয়ে ব্যাংকে এক ডলারের দাম ১১০.৫০ টাকা । এর ওপর সরকার ২.৫০ শতাংশ প্রণোদনা দেয়। তাতে এক ডলারে পাওয়া যেতো ১১৩.২৬  টাকা কিছু বেশি। এখন এর সঙ্গে ব্যাংকগুলো দিবে আরও ২.৫  শতাংশ। ফলে এখন থেকে প্রবাসীরা এক ডলারে পাবেন ১১৬ টাকারও কিছু বেশি।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স হাউসগুলো থেকে বেশি দামে প্রবাসী আয় কিনতে হচ্ছে। নির্ধারিত দামে ডলার পাওয়া যাচ্ছে না। তাই ডলার সংকট কাটাতে এমন সিদ্ধান্ত। তাদের ধারণা নতুন এই সিদ্ধান্তের ফলে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।