প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড দেশে এই প্রথম এক অ্যাপে ব্যাংকিং ও বিনিয়োগের সুযোগ নিয়ে বিনিয়োগকারীদের পাশে দাড়িয়েছে। এক অ্যাপেই শেয়ার ট্রেডিং ,থাকছে ফান্ড জমা ও উত্তোলনের সুযোগসহ নানাবিধ সুবিধা।
MyPrime অ্যাপের মাধ্যমেই মুহূর্তের মধ্যে ফান্ড ট্রান্সফার এবং উইথড্র বিষয়টি বাংলাদেশের ব্রোকারেজ খাতে এক নতুন দিগন্তের সূচনা করছে। এই অ্যাপের মাধ্যমে বিনিয়োগকারীরা এখন এক প্ল্যাটফর্মেই পাবেন মার্কেট মনিটরিং এবং কাস্টমার সার্ভিসসহ সকল ব্রোকারেজ সেবার এক অনন্য অভিজ্ঞতা।
প্রাইম ব্যাংকের MyPrime অ্যাপের মাধ্যমেই বিও অ্যাকাউন্ট ওপেন কিংবা বিও–তে ফান্ড ট্রান্সফার ও উইথড্র—সব সম্ভব, যদি দেয়া থাকে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে থাকা বিও অ্যাকাউন্টে প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট।
সম্প্রতি যাত্রা শুরু করা MyPrime অ্যাপ পূর্বের PrimeTradex এর সফলতার ধারাবাহিকতায়, বিনিয়োগকারীদের জন্য একটি আধুনিক, তথ্য ও প্রযুক্তিনির্ভর সমাধান হিসেবে কাজ করবে। অ্যাপটি সহজে লেনদেন, বাজার বিশ্লেষণ, গবেষণা প্রতিবেদন ও সময়োপযোগী খবর পেতে সাহায্য করবে যা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়া আরও সহজকরে তুলবে।
MyPrime অ্যাপসের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ:
১). গ্রাহক নিজের ট্রেড নিজের হাতেই করতে পারবে OMS সিস্টেমের মাধ্যমে , রিয়াল টাইমেট্রেড ,ব্লক ট্রেড ,ডিপ দিয়ে অর্ডার বসানো সব কিছুই এখন হাতের মুঠোয়।
২). ঝামেলাহীন ফান্ড জমা ও উত্তোলন সুবিধা।
৩).এক অ্যাপসে একাধিক ব্রোকারেজ সেবা।
৪). সহজলভ্য গবেষণা প্রতিবেদন ও বিশ্লেষণ।
৫). শেয়ার বাজারের সব সংবাদ।
৬). বিনিয়োগ সিদ্ধান্ত সহায়ক সহজ মার্কেট টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।
৭).ট্রেজারি বিল– বন্ড ও আইপিও আবেদন প্রক্রিয়া।
৮). ২৪/৭ কাস্টমার সাপোর্ট: যেকোনো জটিলতায় বিশেষজ্ঞ টিমের সাহায্য সব সময় পেতে চ্যাট বা কল কলে সাহায্য প্রদান।
নিন্মের নিয়মে “MyPrime অ্যাপসের এর মাধ্যমে ফান্ড জমা ও উত্তোলন করা যাবে।
প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের একজন কর্মকর্তা বলেন, “MyPrime এবংPrimeTradex অ্যাপসের এর মাধ্যমে আমরা ভবিষ্যতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্মার্ট এবং কার্যকর উদ্যোগ নিব । আমাদের অ্যাপসের এর মাধ্যমে কাস্টমার সার্ভিস এবং লেনদেন সুবিধা বিনিয়োগ এখন আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত হয়েছে বিনিয়োগকারীদের আরও কি কি সুবিধা দেয়া যায় সে বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
তিন আরও বলেন আমাদের সেবা নিয়ে বিস্তারিত যোগাযোগ করতে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ওয়েবসাইট ও 01701-217863 নাম্বারে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে সাহায্য পাবেন বিনিয়োগকারীরা।
নিঃসন্দেহে বাংলাদেশের শেয়ারবাজারের MyPrime এবং PrimeTradex অ্যাপসের অগ্রযাত্রা, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের সাথে বাজার পরিচালনা করতে সহায়তা করবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।