আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আরেক দফা বাড়ানো হয়েছে। সাধারণ করদাতারা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন মার্চ মাসের ১৬ তারিখ পর্যন্ত।
আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আলাদা দুটি আদেশে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এতে বলা হয়, ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে এক মাস সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়।
পরে নতুন করে সময় বাড়িয়ে ব্যক্তি করদাতারাদের জন্য সেটি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে এনবিআর। এবার আরও ১৫ দিন বাড়িয়ে সেটি নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
নতুন করে বাড়ানো হয়েছে কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেয়ার সময়ও। কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেয়ার সময় ১৫ ফেব্রুয়ারি বদলে আগামী ১৬ মার্চ করা হয়েছে।
এর আগে সম্প্রতি ব্যক্তিশ্রেণির করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন দিতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।
তিনি বলেন, ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা বন্ধ হয়ে যাবে না। ৩৬৫ দিনই এটা করা যাবে। যারা ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা দেবেন, তাঁদের জন্য হিসাব অন্য রকম হবে। তাঁদের ব্যয় বাড়বে; ২ শতাংশ হারে জরিমানা দিতে হবে। সর্বোচ্চ ২৪ মাসের জন্য ৪৮ শতাংশ পর্যন্ত এই জরিমানা আরোপিত হবে।
অনলাইনে রিটার্ন জমা দেয়ার হালনাগাদ তথ্য তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, ২৬ জানুয়ারি পর্যন্ত অনলাইন রিটার্ন জমা ১২ লাখের বেশি পড়েছে। আশা করছি, ৩১ জানুয়ারি পর্যন্ত এটার সংখ্যা ১৪ লাখের কাছাকাছি চলে যাবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।