সাবেক বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আবারো নিজেকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেছেন। তবে ট্রাম্প নিজেকে নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করায় তীব্র সমালোচনা করেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারশিবির।
গত শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমার বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধি চলছে, আর এ জন্য আমায় জেলেও যেতে হতে পারে। আমি জেলে গিয়ে খুশিমনে আধুনিক যুগের নেলসন ম্যান্ডেলা হয়ে উঠব। এটি হবে দারুণ সম্মানের।’
এবারই প্রথম নয়, গত বছরের আগস্টেও ট্রাম্প নিজেকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেছিলেন। রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘আমার নেলসন ম্যান্ডেলা হতেও কোনো আপত্তি নেই।’ এমনকি যিশু খ্রিষ্টের সঙ্গেও নিজের তুলনা টেনেছিলেন এই রিপাবলিকান নেতা।
এদিকে ট্রাম্পের সমালোচনা করে জো বাইডেনের প্রচারশিবির এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘ভাবুন, তিনি কতটা আত্মকেন্দ্রিক। সপ্তাহের ব্যবধানে নিজেকে যিশু খ্রিষ্ট এবং নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেছেন তিনি। এই হলো আপনাদের ডোনাল্ড ট্রাম্প।’
আগামী নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হচ্ছেন ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে চারটি গুরুত্বপূর্ণ মামলা চলছে। এমনকি এসব মামলায় ট্রাম্পকে কারাগারেও যেতে হতে পারে।
ট্রাম্পের বিরুদ্ধে চলা এসব মামলার মধ্যে অন্যতম ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে সাবেক এক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগ। এ মামলার শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে বিচারক জুয়ান মার্কান কিছু আংশিক রায় দেন। এর জেরে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিচারককে প্রকাশ্যে আক্রমণ করে মন্তব্য করেছেন ট্রাম্প। আগামী ১৫ই এপ্রিল মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: এএফপি
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।