ঢাকা শেয়ার বাজার

১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার ২ পৌষ ১৪৩২

বাংলাদেশ ব্যাংক পর্ষদ ভেঙে দিয়েছে ইউসিবি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের আরো তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে । ব্যাংক তিনটি হল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত আদেশে ব্যাংক তিনটির পর্ষদ ভেঙে দেয়া হয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংকের জন্য নতুন পর্ষদ গঠন করে দেয়া হয়েছে।

ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকে পাঁচজন করে স্বতন্ত্র পরিচালক দেয়া হয়েছে। আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে দুজন শেয়ার হোল্ডার পরিচালকের পাশাপাশি তিনজন স্বতন্ত্র পরিচালক নিযুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (UCB)

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (UCB) পর্ষদে স্থান পেয়েছেন ব্যাংকটির শেয়ার হোল্ডার শরীফ জহির ও মো. তানভীর খান। এর মধ্যে শরীফ জহির পোশাক খাতের অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান হুমায়ুন জহিরের সন্তান। ১৯৯৩ সালের ৮ এপ্রিল শিল্প উদ্যোক্তা হুমায়ুন জহির খুন হন। ওই খুনের মামলায় প্রধান আসামি ছিলেন আওয়ামী লীগ নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু। আর তানভীর খান ইস্টল্যান্ড ইন্সুরেন্সের পরিচালক ও জেকে গ্রুপ অব ইন্ডাস্টিজের ব্যবস্থাপনা পরিচালক। ইউসিবি পর্ষদে নিযুক্ত তিন স্বতন্ত্র পরিচালক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. ইউসুফ আলী ও পেশাদার হিসাববিদ ওবায়দুর রহমান।

ইউনিয়ন ব্যাংক পিএলসি (UNIONBANK)

ইউনিয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকার মু. ফরীদ উদ্দীন আহমদ। তিনি এক সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ব্যাংকটির পর্ষদে স্থান পাওয়া অন্য পরিচালকরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ডিএমডি মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ ও পেশাদার হিসাববিদ শেখ জাহিদুল ইসলাম।

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি (GIB)

গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান এবং এনসিসি ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। ব্যাংকটির পাঁচ সদস্যের পর্ষদে স্থান পাওয়া অন্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মোল্লা, ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নুরুল ইসলাম খলিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক অধ্যাপক আবু হেনা রেজা হাসান ও পেশাদার হিসাববিদ মু. মাহমুদ হোসেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের পর্ষদে পরিবর্তন এসেছে। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ নিজেদের উদ্যোগে চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এরই মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দেয়া হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।