ঢাকা শেয়ার বাজার

৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার ২৪ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ ব্যাংক রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বাংলাদেশ ব্যাংক দেশের রপ্তানি বাণিজ্য সহজ ও গতিশীল করতে দেশীয় বীমা কোম্পানির কাভারেজের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট টার্মে পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

যেখানে ব্যাংকগুলোকে স্থানীয় বীমা কোম্পানিগুলো থেকে পেমেন্ট আন্ডারটেকিং বা পেমেন্ট রিস্ক কাভারেজ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, এখন দেশীয় বীমা কোম্পানির মাধ্যমে ইস্যুকৃত বৈদেশিক মুদ্রায় বীমা পলিসির ভিত্তিতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রফতানি করা যাবে। রফতানি আয় দেশে প্রত্যবসিত না হলে বীমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে।

এ ছাড়া, কাঠামো মেনে বীমা কোম্পানিগুলো বৈদেশিক উৎস থেকে পুনর্বীমা কভারেজ নিতে পারে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকগুলো বীমা কভারেজের ভিত্তিতে সংশ্লিষ্ট রপ্তানির বিপরীতে রপ্তানিকারকদের পোস্ট-শিপমেন্ট অর্থায়ন দেওয়ারও অনুমতি পাবে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে রপ্তানিকারকদের পাশাপাশি স্থানীয় বীমা কোম্পানিগুলো লাভবান হবে। তাদের ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ ও রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।