ঢাকা শেয়ার বাজার

৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার ১৪ কার্তিক ১৪৩২

বাজারে নেই চালের সংকট তবুও বাড়তি দামে বিক্রি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের বাজারে চালের সংকট নেই তবু বিক্রি হচ্ছে চড়া দামে। ঈদের পর মোটা বা সরু সব চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে সাত টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান বিপুল চাল মজুত করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

তবে ভোক্তা অধিকার দুষছে পাইকার ও মিল মালিকদের।

নতুন ধান ওঠায় ঈদের আগে নিয়ন্ত্রণে ছিল চালের দাম। এখন মজুত থাকলেও বিক্রি হচ্ছে বেশি দামে।

ক্রেতারা জানান, এক সপ্তাহে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা, দাম ৮০ টাকার বেশি। ৫৮ টাকার নিচে মিলছে না মোটা চাল।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে এক সপ্তাহে চালের দাম বেড়েছে সাড়ে তিন শতাংশ।

মিল মালিকেরা জানান, ধান–চালের মূল জোগান আসে নওগাঁ থেকে। দাম বাড়ার জন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছে সেখানকার মিল মালিকেরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, চালের বাজারে সব পর্যায়েই কারসাজি হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সরকারি গুদামে চালের মজুত সাড়ে ১২ লাখ টন। আর ভারত থেকে আমদানি করা হচ্ছে সাড়ে আট লাখ টন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।