ঢাকা শেয়ার বাজার

১ নভেম্বর ২০২৫ শনিবার ১৬ কার্তিক ১৪৩২

বাজারে সুশাসন বজায় রাখুন ও আস্থার পরিবেশ সৃষ্টি করুন, বিনিয়োগের অভাব হবেনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ ৮ ই আগস্ট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার চেয়ারম্যান সাহেব নারীদের সঞ্চয়ের টাকা পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। একজন দায়িত্ববান কমিশনের চেয়ারম্যান এমন আহ্বান জানাইতে পারেন – এটা কোন দোষের কিছু না।

কিন্তু কথা থেকে যায় যে- এর আগে উনি আর কি কি আহ্বান জানিয়েছিলেন? কি কি আশ্বাস দিয়েছিলেন? আর তার মধ্যে কি কি বাস্তবায়ন করতে পেরেছেন? স্বাভাবিকভাবে প্রশ্নগুলো চলে আসে, উনি যখন কমিশনের দায়িত্ব নিলেন- উনি অনেক ভালো ভালো আশ্বাস দিয়েছিলেন।

২০১০ সালের ধ্বংসের পরে বিনিয়োগকারীরা যখন সর্বস্ব হারিয়েছে, তখন শিবলী সাহেবের আগে যে কমিশন ছিল সে কমিশন এই বাজার কে টেনে তুলতে পারেননি। উল্টো অনেক বস্তা পচা কোম্পানি তালিকাভুক্ত করে বিনিয়োগকারীদের কে আরো সর্বস্বান্ত করেছেন।এক বছরের মাথায় নতুন অনেক কোম্পানি নো ডিভিডেনড দিয়েছে, এক বছরের মাথায় নতুন অনেক কোম্পানি ফেইস ভ্যালুর নিচে চলে গেছে।

এরপর দায়িত্ব নিলেন শিবলী সাহেব- তিনি বললেন নির্ভয়ে পুঁজিবাজারে আসুন, দৈনিক লেনদেন ৫ হাজার কোটি টাকা লেনদেন হবে, পুঁজিবাজারে আর কখনো ধ্বস হবে না, উনারে আশ্বাসে বিনিয়োগকারীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে।

নতুন করে লোন নিয়ে আবারো বিনিময় করে- বিনিময়ে কি পেয়েছে? কি দিতে পেরেছেন উনি বিনিয়োগকারীদেরকে? কি দিয়েছেন উনি শেয়ার বাজার কে?

বাজারে উনি কোন আস্থাই সৃষ্টি করতে পারেন নাই, সূচক এখনো এত চেষ্টার পরও ৭০০০ এর উপরে নিতে পারেন নাই। অথচ উনি দশ হাজার সূচকের স্বপ্ন দেখিয়েছিলেন বিনিয়োগকারীদের।

এখন আপনি নারীদের সঞ্চয়ের টাকা পুঁজিবারের বাজারে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন- এটা শুধু হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছু নয়, যদি তিনি এখানে আস্থা সৃষ্টি করতে পারতেন, তাহলে আজকে এই আহ্বানের প্রয়োজন হতো না। এমনি এমনি মানুষ টাকা নিয়ে চলে আসতো লাভের আশায়। কারণ মানুষ টাকা ঘরে রাখতে চায় না।

টাকার ধর্ম হল যেখানে লাভ হবে টাকা সেখানে চলে যাবে, এটাই টাকার ধর্ম। এখন তো সবাই উনার আহবান নিয়ে তামাশা করে। বলছে পুরুষদের বিনিয়োগ শেষ করে এখন তিনি ঘরের নারীদের সঞ্চয়ের টাকা নষ্ট করার জন্য বিনিয়োগে  আহ্বান জানাচ্ছেন।

আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কে আহবান জানাচ্ছি আপনাকে কিছুই করতে হবে না। শুধু বাজারে সুশাসন বাজায় রাখুন এবং আস্থার পরিবেশ সৃষ্টি করুন – দেখবেন অটোমেটিক জোয়ারের জলের মতো পুঁজিবাজারে টাকা আসবে। আপনি আসল কাজটাই করুন, আপনি বিনিয়োগকারীদের আহবান জানানোর দরকার হবে না।

লিখেছেন
ফারুক আল নাহিয়ান
সাধারণ বিনিয়োগকারী।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।