টানা ৫ দিন ধারাবাহিক পতনের পরে শেয়ারবাজারে সূচকের পতন থেমেছে। গত ৫কর্মদিবসে সূচক কমেছিল ২৪৫ পয়েন্ট। ২৪৫ সূচক পতনের পরে আজ সুচক বাড়ল ২৫ পয়েন্ট।
তবে আজ সূচকের উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে। যদিও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা সৃষ্টি করেছে।তবে সূচক বাড়লেও আশানুরূপ লেনদেন না হওয়ায় সংশয় রয়ে গেছে ।বাজার কী ঘুরে দাড়াবে এই প্রশ্ন বিনিয়োগকারীসহ সবার।
বাজার বিবিশ্লেষণে দেখা যায় ,আজ সোমবার (১৩ অক্টোবর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে কমেছে লেনদেন পরিমাণ।আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচক ই বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫. ২৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫২২৭.৭৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২.৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১.৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ০৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৩০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৫৫ লাখ টাকা।
আজ ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩০টি কোম্পানির, বিপরীতে ১২০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।