ঢাকা শেয়ার বাজার

১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার ৩ পৌষ ১৪৩২

বিডিইউ ও ওয়ালটনের সমঝোতা স্মারক সই হয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এবং ওয়ালটনের মধ্যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, যৌথ গবেষণা এবং ইনোভেশন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম, ইন্টার্নশিপ এবং প্লেসমেন্ট প্রোগ্রাম, ল্যাব ডেভেলপমেন্ট, উন্নত প্রযুক্তি উৎপাদন নিশ্চিতকরণ, ইন্ডাস্ট্রি-নির্ভর সমস্যার সমাধানের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

আজ  রবিবার (৩রা সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নাসির উদ্দিন (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) এবং ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠনটির এডিশনাল মার্কেটিং ডিরেক্টর মো. লিয়াকত আলী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ওয়ালটনের চিফ বিজনেস অফিসার তৈহিদুল রহমান রাদ, ওয়ালটনের এডিশনাল মার্কেটিং ডিরেক্টর মো. লিয়াকত আলী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাসির উদ্দিন (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) বক্তব্য রাখেন।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন ওয়ালটানের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ফাস্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর মো. তানজিমুল কহ তন্ময়, হেড অব করপোরেট সেলস এ, কে, এম তৈফিক ইমাম হোসেন, ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. ফুয়াদ রহমান ফয়সাল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহিদুর রহমান জিতু, বিডিইউ এর আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ এবং শিক্ষা প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান। সই অনুষ্ঠানটি সামগ্রিকভাবে কোর্ডিনেট করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এর আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. তৌকির আহম্মেদ।

 

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।