ঢাকা শেয়ার বাজার

৫ নভেম্বর ২০২৫ বুধবার ২০ কার্তিক ১৪৩২

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

উন্নত চিকিৎসা প্রত্যাশীদের অনেকেই এখন ভারতের বিকল্প হিসেবে চিকিৎসার জন্য অন্য দেশে ছুটছেন। ভারত ছাড়া অন্য যেসব দেশে চিকিৎসার জন্য যেতে আগ্রহী, সেই দেশগুলোর মধ্যে আছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইত্যাদি। ওই সব দেশে চিকিৎসা খরচ কিছুটা বেশি। এ জন্য তাদের বেশি ডলারের প্রয়োজন হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে নির্দেশনা দিয়েছে যে এখন থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত চিকিৎসা খরচ পাঠানো যাবে। কারও চিকিৎসার প্রয়োজনে আরও বেশি ডলারের পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। এই অনুমতি নেবে যে ব্যাংকের মাধ্যমে পাঠানো হবে, সেই ব্যাংককে অনুমতি নিতে হবে। আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংকগুলো ১০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারতো। এই সীমা আরও পাঁচ হাজার ডলার বাড়ানো হলো।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতালের নামে কিংবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ১৫ হাজার ডলার বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে। এই সীমার মধ্যে গ্রাহকেরা চাইলে ৫ হাজার ডলার নগদ ছাড় করতে পারবে।

ব্যাংকাররা জানিয়েছেন, ভারতে ভিসা পেতে সমস্যা হওয়ায় মানুষ অন্য দেশে চিকিৎসার জন্য যাচ্ছে। এসব দেশে চিকিৎসা ব্যয় কিছুটা বেশি হওয়ায় অনেক গ্রাহক বৈধপথে অর্থ নিতে সমস্যায় পড়ছেন। এ জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকগুলোকে চিকিৎসা ব্যয় বাবদ অর্থ ছাড় করার সুযোগ দেওয়া হয়েছে।

এ দিকে চলতি মাসের প্রথম সপ্তাহে পড়াশোনাসহ বিভিন্ন খাতে বিদেশে খরচ পাঠানোর জন্য বিধিবিধান সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের ব্যাংকগুলো সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার ব্যয়, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসাসংক্রান্ত ব্যয় ইত্যাদি খরচ পাঠাতে পারবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।