ঢাকা শেয়ার বাজার

১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ১ মাঘ ১৪৩২

বিশ্ববাজারে সোনার দাম ফের বাড়ছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বিশ্ববাজারে আবারও উর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। একই সঙ্গে বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও।

সপ্তাহান্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এতে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন, যার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।

সোমবার (৫ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১১ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিরাপদ বিনিয়োগের চাহিদা নতুন করে বাড়িয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষার জন্য বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন, ফলে এসব ধাতুর দাম বাড়ছে

প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র একটি অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। এ অভিযানে এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। পরে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন নেতার দায়িত্ব নেন এবং জানান, মাদুরো রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন।

ভূ-রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি সুদের হার হ্রাস, কেন্দ্রীয় ব্যাংকগুলোর জোরালো স্বর্ণ ক্রয় এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ-সব মিলিয়ে গত বছর বুলিয়নের দামে ৬৪ শতাংশ প্রবৃদ্ধি দেখা যায়। যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক লাভ। এর আগে গত ২০২৫ সালের ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল।

এদিকে, শনিবার ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ফিলাডেলফিয়ার প্রেসিডেন্ট আনা পলসন জানান, গত বছর সুদের হার কমানোর জোরালো উদ্যোগের পর ভবিষ্যতে আরও হার কমানোর সম্ভাবনা কিছুটা কম হতে পারে। তবে বিনিয়োগকারীরা এখনো আশা করছেন, চলতি বছরে মার্কিন ফেডারেল রিজার্ভ অন্তত দুই দফা সুদের হার কমাতে পারে।

টিম ওয়াটারার আরও বলেন, সম্ভাব্য সুদের হার কমানোর বিষয়ে বাড়তি ইঙ্গিত পেতে বিনিয়োগকারীরা শুক্রবার প্রকাশিত নন-ফার্ম পে-রোলস তথ্যের দিকে নজর রাখছেন। সাধারণত নিম্ন সুদের হার এবং ভূ-রাজনৈতিক বা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণ ভালো পারফরম্যান্স দেখায়।

সোনার পাশাপাশি রুপার দামেও বড় উল্লম্ফন দেখা গেছে। স্পট সিলভারের দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর রুপার দাম সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলার ছুঁয়েছিল। বছরের শেষে রুপার দাম বেড়েছে ১৪৭ শতাংশ, যা স্বর্ণকেও ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র রুপাকে একটি গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে ঘোষণা করার পাশাপাশি শিল্প ও বিনিয়োগ চাহিদা বাড়ায় এবং সরবরাহ সীমাবদ্ধ থাকায় ধাতুটির দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।

এ ছাড়া স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ১৯০ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত সোমবার প্লাটিনামের দাম সর্বকালের সর্বোচ্চ ২ হাজার ৪৭৮ দশমিক ৫০ ডলারে উঠেছিল। এশিয়ার লেনদেনে এটি একপর্যায়ে ৫ শতাংশের বেশি বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছায়। একই সঙ্গে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৬৭ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।