ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

বিশ্বব্যাপী বাড়ছে দুগ্ধজাত পণ্যের দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

এবার বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে। নিউজিল্যান্ডের ফন্টেরার গুঁড়ো দুধসহ দুগ্ধজাতীয় পণ্যের দাম দুই সপ্তাহ ব্যবধানে বেড়েছে প্রায় ২ শতাংশ।

দাম বাড়ার এই প্রভাব বাংলাদেশেও পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।

সম্প্রতি গ্লোবাল ডেইরি ট্রেড-জিডিটির নিলামের তথ্য বিশ্লেষণ করে দ্য নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, নভেম্বর মাসের দ্বিতীয় নিলামে দুগ্ধজাত পণ্যের দাম দুই সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ সময়ে ৩৬ হাজার ২৪৪ টন দুগ্ধজাত পণ্য কেনা-বেচা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে ৪ হাজার ৮৯ ডলার। দাম বাড়ার জন্য চাহিদা বাড়াকেই সামনে রাখছে জিডিটি।

নিলামে নিউজিল্যান্ডের ফার্ম মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়া দুধের দাম, এবারের নিলামে বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। টন প্রতি গড়মূল্য পৌঁছেছে ৩ হাজার ৮২৬ ডলারে। ননিছাড়া গুঁড়া দুধের দামও প্রায় ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের গড় মূল্য পড়েছে ২ হাজার ৮৮২ ডলার।

চলতি সপ্তাহে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দামও বেড়েছে। ১ শতাংশ বেড়ে টনপ্রতি গড় মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৬২২ ডলারে। আর মাখনের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে উঠেছে ৭ হাজার ৮ ডলারে।

জিডিটি মূল্যসূচকে চলতি সপ্তাহে পড়ে গেছে মোজারেলা পনিরের দাম। পণ্যটির দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে টন প্রতি গড় মূল্য নেমেছে ৪ হাজার ৩১৫ ডলারে। পাশাপাশি চেডার পনিরের দামও ৩ দশমিক ১ শতাংশ কমে টন প্রতি গড় মূল্য হয়েছে ৪ হাজার ৮৪৩ ডলারে।

এদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএসের) তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে বাংলাদেশ ১ লাখ ২৬ হাজার ৪৮৭ টন গুঁড়ো দুধ ও ক্রিম আমদানি করেছে, যা আগের পুরো অর্থবছরের চেয়ে ৮ হাজার টনের বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ বছরে গড়ে ১ লাখ টনের বেশি গুঁড়ো দুধ ও ক্রিম আমদানি করে থাকে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তা বাংলাদেশের আমদানি খরচ বাড়িয়ে দিতে পারে। ফলে বাড়তে পারে পণ্যের দামও।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।