ঢাকা শেয়ার বাজার

১ নভেম্বর ২০২৫ শনিবার ১৬ কার্তিক ১৪৩২

ব্যাংক ঋণ জালিয়াতি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা দিয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ব্যাংক ঋণ জালিয়াতি ঠেকাতে গ্রাহক জামিনদারের স্বাক্ষরের পাশাপাশি বৃদ্ধাঙ্গুলির ছাপ (টিপসই) নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক ঋণ নিয়েছে, জামিনদার হয়েছেন কিন্তু গ্রাহক কিছুই জানেন না। যার ফলে ঋণ আদায় না কর‌তে পে‌রে বিপাকে পড়ছে ব্যাংকগুলো।  হয়রানির শিকার হচ্ছেন গ্রাহক। এসব কারণে আদালতে বিচার কার্যক্রমওবিঘ্নিত হচ্ছে। তাই কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে।  

গত বুধবার ২রা আগস্ট ২০২৩, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি নীতি বিভাগ থেকে সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নিয়ম অনুযায়ী, ঋণ বিতরণের আগে ঋণ সংশ্লিষ্ট চার্জ ডকুমেন্ট করা সহ প্রাথমিক সহজামানতের উপর চার্জ ক্রিয়েশনের বিষয়ে নির্দেশনা রয়েছে।

ঋণ গ্রহীতা ধরণভিত্তিক এবং ঋণের জামানত ভিত্তিক চার্জ ডকুমেন্টের তালিকা থা‌কে, যেখানে ঋণ গ্রহীতা এবং তৃতীয় ব্যক্তি পক্ষের স্বাক্ষর নি‌তে হয়। কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ মোতাবেক, সাম্প্রতিক সময়ে আদালতে বেশ কিছু রিট পিটিশন দায়ের করা হয়ে‌ছে। যেখানে ঋণ গ্রহীতারা এবং ঋণের জামিনদাতা উভয়ে যথাক্রমে ঋণগ্রহণ এবংজামিন প্রদান সংক্রান্ত দলিলে স্বাক্ষর দেননি ব‌লে জানান। যার কারণে, সংশ্লিষ্ট চার্জ ডকুমেন্টস গু‌লো সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে ঋণ গ্রহীতা এবং জামিনদাতার স্বাক্ষরের উপর নির্ভর ক‌রে বিধায় ঋণ আদায়ের আইনগত প্রক্রিয়া গ্রহণ বিঘ্নিত হচ্ছে।

এমন প্রেক্ষাপটে, ঋণ আদায়ের ক্ষেত্রে আইনগত জটিলতা নিরসনে ঋণ প্রদানের উদ্দেশ্যেগৃহীত গৃহীতব্য চার্জ ডকুমেন্টসের বিষয়বস্তু ঋণ গ্রহীতা এবং জামিনদাতাসহ সংশ্লিষ্ট ৩য়ব্যক্তি পক্ষকে পড়ে শুনানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। একইস‌ঙ্গে ডকুমেন্টগুলো স্বাক্ষরের (প্রযোজ্য ক্ষেত্রে) পাশাপাশি তাদের উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ জাতীয় পরিচয়পত্রের জন্য সংরক্ষিত ডেটাবেইজ থেকে যাচাই কর‌তে নির্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।