বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান নির্বাচন চলাকালীন এক যুবককে সপাটে চড় মেরেছেন বলে অভিযোগ। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। শুরু হয়েছে বিতর্কও।
বাংলাদেশের সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন দেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটের মাঠ থেকে তাঁর লড়াই শুরু হয়েছে রাজনীতির ময়দানেও। কিন্তু বাইশ গজের সাকিবের সঙ্গে নেতা সাকিবের তেমন পার্থক্য নেই। বাইশ গজের মতো রাজনীতির জার্সিতেও মেজাজ হারাতে দেখা গেল তাকে। বাংলাদেশে নির্বাচনের দিনেই ভক্তকে সপাটে চড় মেরে বসলেন এই অলরাউন্ডার।
শাকিবের একটি ভিডিয়ো সম্প্রতি সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে এক ভক্তকে তিনি সপাটে চড় মারছেন। ভিডিয়োটি কোথায় এবং কখন তোলা হয়েছে, তা স্পষ্ট নয়।
তবে মনে করা হচ্ছে, রবিবার ভোটগ্রহণ চলাকালীন নিজের কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে দেখছিলেন শাকিব। সেই সময়ে কোনও ভক্ত তাঁর কাছে এগিয়ে যান। তাতেই মেজাজ হারান তিনি।
ভিডিওতে দেখা গিয়েছে, সাকিব হাঁটছেন। তাঁকে ঘিরে অনেকে রয়েছেন। তাঁকে দেখতেই অনেক লোক জড়ো হয়ে গিয়েছে এলাকায়। এক যুবক প্রিয় তারকার একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন। ভিড়ের মধ্যেই তিনি পিছন দিক থেকে সাকিবকে জড়িয়ে ধরার চেষ্টা করেন।
তাঁর কাঁধে তুলে দেন হাত। এর পরেই মেজাজ হারাতে দেখা গিয়েছে শাকিবকে। তিনি পিছন দিকে ঘুরে যুবকের গালে চড় মারেন। আচমকা চড় খেয়ে হতভম্ব হয়ে যান ওই ভক্ত। আশপাশের বাকিরাও অপ্রস্তুত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা ভিডিওতে এমনটা দেখা যায়।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।