ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করতে ড্রোন নামিয়ে জরিপ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এই জরিপের মাধ্যমে প্রতিটি ভবনের ছাদে পানি জমা আছে কিনা তা খুঁজে দেখা হবে।
আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা। গত বছর পরীক্ষামূলকভাবে ড্রোন দিয়ে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্তে ভালো ফল পাওয়ায়, এবার পুরো সিটিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
সেলিম রেজা বলেন, ড্রোনের সাহায্যে বহুতল ভবনের ছাদে বা কোথাও জমা পানি আছে কিনা তা সহজেই চিহ্নিত করা যায়। মোট ৫ টি ড্রোনের মাধ্যমে উত্তরের প্রতিটি ভবনের ছাদের ছবি সংগ্রহ করা হবে। কোথাও জমা পানি দেখা গেলে পরবর্তীতে সেখানে এডিসের লার্ভা আছে কিনা তা খুঁজে দেখা হবে।
গেলো বর্ষায় পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার করেছিল উত্তর সিটি। যার মাধ্যমে ৩ লাখ ৬৫ হাজার ভবনের ছবি তোলা হয়। পরে ২৫০টি স্পটে এডিসের লার্ভা খুঁজে পান মশক নিধন কর্মীরা।
সেলিম রেজা বলেন, এসব ড্রোন নিয়ন্ত্রণ কক্ষ থেকে দুই কিলোমিটার দুরে যেতে সক্ষম। ছাদ বাগান রয়েছে এমন ভবনগুলো চিহ্নিত করা হচ্ছে। ছবিতে যে সব বাড়ির ছাদবাগানে জমে থাকা পানির অস্তিত্ব পাওয়া যাচ্ছে, সেখানে সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে লার্ভা শনাক্ত করে নিধন করছেন।
ড্রোন দিয়ে জরিপের কাজ আগামী ১৫ কর্মদিবসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে উত্তর সিটির। এরপর আগামী ৮ থেকে ১৩ই জুলাই পর্যন্ত চলবে মশা নিধনের ‘ক্র্যাশ প্রোগ্রাম’।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।