আর্জেন্টাইন সুপার স্টার ও সেরাদের সেরা লিওনেল মেসি, নামটা উচ্চারণ করলেই সবার আগে যেন বার্সেলোনার প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে। কাতালান জায়ান্টদের আইকন তিনি। অথচ আর্থিক সঙ্কটের কারণে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করে চলে যেতে হয়েছিল দূর দেশে।
পিএসজিতে দুই বছর কাটানোর পর আবারও বার্সায় ফেরার খুব কাছে ছিলেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে আমেরিকার সকার লীগে নাম লিখলেন মেসি। ইন্টার মায়ামির জার্সিতে তাকে দেখার অনুভূতি অদ্ভুত বললেন বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা।
৩৬ বছর বয়সী ফরোয়ার্ড দুই বছর আগে বার্সা ছেড়ে প্যারিসে চলে যান। এই মৌসুমে আবারও তাকে চুক্তি করাতে কোমর আটঘাট নেমেছিল, কিন্তু পারেনি। সৌদি আরবের ক্লাব আল হিলালও তাকে লোভনীয় প্রস্তাব দিয়েছিল। সেটাও প্রত্যাখ্যান করেছেন মেসি। সব সুযোগ পায়ে ঠেলে মায়ামির সঙ্গে চুক্তি করেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক।
প্রথম দুই ম্যাচে তিন গোল করে ফুরফুরে মেসি। তাকে বেশ খোশ মেজাজে দেখা যাচ্ছে। কিন্তু মায়ামির জার্সিতে অন্যরকম লাগছে তাকে, বললেন লাপোর্তা, ‘এটা অদ্ভুত অনুভূতি। আমরা মেসিকে চিনি বার্সেলোনার হিসেবে। আমি মনে করি বেশির ভাগ সমর্থকরা মেসিকে ওভাবেই দেখে। কারণ তার ক্যারিয়ারের বেশির ভাগই ছিল বার্সেলোনায়।’
মেসিকে শুভকামনা জানিয়েছেন বার্সা প্রধান, ‘কিন্তু আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি এবং তাকে শুভকামনা জানাই। আমাদের খেলোয়াড়দের ভালো চাই। সে বার্সেলোনায় এসেছিল ছোটবেলায়, ১৪ বছর বয়সে। সে এখানে ২০ বছর কাটিয়ে দিয়েছে। আমি আশা করি সে মায়ামিতে খুব সুখী হবে।’
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।