এবার ইরাকে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ইরান-সমর্থিত মিলিশিয়া গ্রুপ কাতাইব হিজবুল্লাহ কমান্ডার ও তার দুই সহযোগী নিহত হয়েছে।
গতকাল বুধবার (৭ই ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে বাগদাদের পূর্বাঞ্চলীয় মাশতাল এলাকায় হামলাটি চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এই অঞ্চলে মার্কিন সেনাদের ওপর সরাসরি হামলা ও হামলার পরিকল্পনার জন্য দায়ী ওই হিজবুল্লাহ নেতা। যদিও নিহত কমান্ডারের নাম প্রকাশ করা হয়নি।
ইসরাইলের যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের সায়
তবে নাম প্রকাশ না করার শর্তে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কমান্ডার ছিলেন আবু বাকির আল সাদি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতের ব্যস্ত সময়ে একটি গাড়ির ওপর হামলাটি চালানো হয়। মুহূর্তেই গাড়িটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। গাড়িতে কমান্ডারের দু’জন সহযোগীও ছিল।
অপর আরেকটি সূত্র জানিয়েছে, ইরাকের জনপ্রিয় রাষ্ট্রীয় নিরাপত্তা সংগঠন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)এর গাড়ি লক্ষ্য করে ড্রোনটি ছোড়া হয়েছে। সংগঠনটি ইরানের সাথে সংশ্লিষ্ট কয়েক ডজন সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত।
কাতাইব হিজবুল্লাহ যোদ্ধা ও কমান্ডাররা পিএমএফের অংশ। জানুয়ারিতে জর্ডান-সিরিয়া সীমান্তের কাছে একটি ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়। এর জন্য কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে পেন্টাগন। যদিও দলটি তখন ঘোষণা করেছিল যে, তারা এই অঞ্চলে মার্কিন সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে।
ব্রিটিশ রাজা চার্লস ক্যানসার আক্রান্ত
অক্টোবরে গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই, ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও এই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই ‘ইটটি মারলে পাটকেলটি খেতে হয়’ ধরনের হামলা চলছে।
গত সপ্তাহেও ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, যা তিন মার্কিন সেনাকে হত্যার প্রতিশোধের শুরু বলে জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী।
বুধবারের হামলার পর, বাগদাদে নিরাপত্তা জোরদার করেছে ইরাকি বিশেষ বাহিনী। মার্কিন দূতাবাসসহ আন্তর্জাতিক কূটনৈতিক মিশনের গ্রিন জোনের ভিতরে আরও ইউনিট মোতায়েন করা হয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।