মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বিবেচনা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
আজ সোমবার (৭ এপ্রিল) পাঠানো চিঠিতে আগামী ৩ মাসের জন্য ৩৭ শতাংশ শুল্কস্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস সচিব বলেন, চিঠিতে আগামী তিন মাসের জন্য শুল্ক স্থগিত করার অনুরোধ করাহয়েছে। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রফতানি বাড়ানোর জন্য কাজ করবে। একই সঙ্গে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে। যুক্তরাষ্ট্রের তুলা যাতে খুব দ্রুত মার্কেটেআসতে পারে সেই উদ্যোগ নেয়া হচ্ছে বলেও চিঠিতে জানান প্রধান উপদেষ্টা।
এর আগে গত রবিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, যুক্তরাষ্ট্রের রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে দুটি চিঠি পাঠানো হবে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকাছে বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি ইউএসটিআরের কাছে পাঠানো হবে।