পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিনটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন করেছে।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯২তম কমিশন সভায় এসব অনুমোদন দেয়া হয়।
ফান্ড তিনটি হলো মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ড ও সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড।
মিডল্যান্ড ব্যাংক ফান্ড দুটির প্রতিটির প্রাথমিক আকার হবে ২৫ কোটি টাকা করে ৫০ কোটি টাকা। দুটি ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন দায়িত্ব পালন করবে।
দুটি ফান্ডেই আড়াই কোটি টাকা করে ৫ কোটি টাকা উদ্যোক্তা হিসেবে জোগান দেবে মিডল্যান্ড ব্যাংক। বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ড দুটি প্রতিটি ইউনিটের ফেসভ্যালু বা অভিহিত মূল্য ১০ টাকা।