পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MIRACLEIND) গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি ২০২৩ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ তিন আর্থিক বছরের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়। প্রতিবেদন অনুসারে, প্রতিবছরই কোম্পানিটি লোকসান দিয়েছে। তবে সর্বশেষ ২০২২–২৩ হিসাববছরে কোম্পানিটির লোকসান আগের বছরের চেয়ে কিছুটা কমেছে।
উল্লেখ্য, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২. ৪৯ টাকা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩.৭৮ টাকা লোকসান হয়েছিল।
কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর সময় সূচি ঘোষণা করেনি। হাইকোর্টের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে তা জানানো হবে।
উল্লেখ্য, আগস্ট ২০২৩ এ কোম্পানিটির মালিকানায় পরিবর্তন এসেছে। নতুন মালিকানায় আসছে মেহমুদ ইক্যুইটিজ লিমিটেড।
মেহমুদ ইক্যুইটিজ লিমিটেড কোম্পানিটির নতুন করে পর্ষদ গঠন করেছে। বর্তমানে ড. একে এম শাহাবুব আলম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া শওকত মেহমুদ ও নয়ন মেহমুদকে কোম্পানির পরিচালক পদে নিয়োগ দিয়েছে। ওমর ফারুককে কোম্পানির সচিব হিসাবে নিয়োগ দেওয়ার হয়েছে।
দেখা যাক নতুন পরিচালনা পর্ষদ ডুবে থাকা লোকসানী কোম্পানির উন্নয়নে কি পদক্ষেপ নেয়।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।