ঢাকা শেয়ার বাজার

৮ অক্টোবর ২০২৫ বুধবার ২৩ আশ্বিন ১৪৩২

মির্জা আব্বাসের ছেলে ঢাকা ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন তাঁর মাকে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ঢাকা ব্যাংক পিএলসির বর্তমান পরিচালক মির্জাইয়াসির আব্বাস কোটি ১৩ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে,বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মা আফরোজাআব্বাসকে(ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা) ব্যাংকের কোটি ১৩ লাখ শেয়ার উপহারদেবেন।। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ঘোষিত শেয়ারহস্তান্তর করবেন তিনি।

উল্লেখ্য,আফরোজা আব্বাস নিজেও ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা। তবে তিনি বর্তমানপরিচালনা পর্ষদে নেই।

ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মাকে যে পরিমাণ শেয়ারউপহার দিচ্ছেন তা ব্যাংকটির মোট শেয়ারের প্রায় শতাংশ। ধারণা করা যাচ্ছে ,উপহারের এই শেয়ার নিয়েই আফরোজা আব্বাস পরবর্তী সময়ে ব্যাংকটির পরিচালক হতে পারবেন, যে কারণে মাকে ব্যাংকের পরিচালক করতেই ছেলের পক্ষ থেকে এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।

ঢাকা ব্যাংক পিএলসি ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়, ব্যাংকটির অনুমোদিতমূলধন ২০০০ কোটি পরিশোধিত মূলধন ১০৫৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা।রিজার্ভে রয়েছে হাজার ২১১ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০৫কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯। এর মধ্যে ৪০.৯৮ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তাপরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২.০৪  সাধারণবিনিয়োগকারীদের কাছে ৪৬.৯৮ শতাংশ শেয়ার রয়েছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।