শ্রীলঙ্কায় চলছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। এই পর্বে পরপর দুটি ম্যাচ হেরে বিদায়ের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এখনও ভারতের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে টাইগারদের। এর মধ্যে এশিয়া কাপ রেখে ঢাকায় এসেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খেলেই ঢাকায় ফিরেছেন মুশফিকুর রহিম। পারিবারিক কারণে তাঁর ঢাকায় ফেরার বিষয়টি আগেই ঠিক করা ছিল। কিন্তু মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও।
এশিয়া কাপে বাংলাদেশ তাদের পরের ম্যাচটি খেলবে ১৫ই সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। এর আগে ১৩ই সেপ্টেম্বর সাকিব–মুশফিক দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।