ঢাকা শেয়ার বাজার

২৯ অক্টোবর ২০২৫ বুধবার ১৩ কার্তিক ১৪৩২

মেক্সিকোয় কার রেসিং শোতে বন্দুক হামলায় নিহত ১০

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা রাজ্যে কার রেসিং শোতে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৯ জন। এই খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।

স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটার দিকে সান ভিসেন্ট শহরে কার রেসিং শোতে হামলার ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুপুর ২টা ১৮ মিনিটের দিকে একটি ধূসর রঙের ভ্যান থেকে বড় বন্দুক নিয়ে বেরিয়ে আসা কয়েকজন একটি গ্যাস স্টেশনে থাকা প্রতিযোগীদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে।

খবর পাওয়া মাত্রই পৌরসভার ও রাজ্য পুলিশসহ কয়েকটি জরুরি সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এখনও হামলার কারণ জানা যায়নি। বন্দুক হামলায় তদন্তের জন্য একটি বিশেষ দল গঠনের কথা জানিয়েছেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।