ঢাকা শেয়ার বাজার

৫ নভেম্বর ২০২৫ বুধবার ২০ কার্তিক ১৪৩২

মেডিক্যাল চেক-আপ: সুস্থ অবস্থায় নিয়মিত টেস্ট করা উচিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আপনি কতটা সুস্থ আছেন? ভিতরে ভিতরে কোন অসুখ দানা বাঁধছে না তো? এটা সব সময় জানা না গেলেও কিছু পরীক্ষানিরীক্ষা করা দরকার, বিশেষ করে বয়স ৪০ পার হলে। অনেক ক্ষেত্রে আগাম সতর্কতা জটিলতা এড়াতে সাহায্য করে।

কতিপয় গুরুত্বপূর্ণ টেস্ট যা সকলের জন্য জরুরী :

১. BMI (Body Mass Index) – আপনি কতটা স্থুলএটা জানা গুরুত্বপূর্ণ।

BMI = Weight (kg)/Height (m)2

(কেজি/মিটার স্কয়ার)

এর মান ১৮. থেকে ২৫ এর মধ্যে হওয়া উচিত। এর বেশি হলে আপনি স্থুল।

এছাড়া Body Fat Calculator থেকে বডি ফ্যাট পার্সেন্টেজ বের করতে পারবেন

২. Blood Pressure (রক্তচাপ পরীক্ষা)

৩. Blood Sugar (ডায়াবেটিক কন্ডিশন)

৪. Lipid Profile (কোলেস্টেরল পরীক্ষা)

৫. CBC Test (রক্ত পরীক্ষা)

6. TSH Test (থাইরয়েড হরমোন)

৭. Liver Enzyme Test

৮. ECG

৯. PSA Test :  Prostate Cancer

১০. Urine Test – Uric acid

১১. Skin Check for Cancer

১২.  Colonoscopy : Colon Cancer

১৩. Bone Density (হাড় ক্ষয় হচ্ছে কিনা)

১৪. Dental Checkup (দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই)

সমস্যাগ্রস্ত হবার পর নয়, সুস্থ অবস্থায় এসব টেস্ট নিয়মিত করা উচিত।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।