ঢাকা শেয়ার বাজার

৫ নভেম্বর ২০২৫ বুধবার ২০ কার্তিক ১৪৩২

মেসিকে ছাড়া ইউএস ওপেন কাপ জয় করতে পারলো না মিয়ামির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

লিওনেল মেসির হাত ধরেই এই মৌসুমে ইতিহাসের প্রথম শিরোপাটি ঘরে তুলেছে ইন্টার মিয়ামি। জিতেছে লিগস কাপ। কিন্তু প্রাণভোমরাকে ছাড়া এই দলটা যে বিবর্ণ তার প্রমাণ আবারও মিললো মাঠে। ইউএস ওপেন কাপের ফাইনালে তাদের ২-১ গোলে হারিয়েছে হিউস্টন ডায়নামো।

মিয়ামি মৌসুমে দ্বিতীয় শিরোপা ঘরে তোলার আশায় ছিল। তাদের ব্যর্থ করে দ্বিতীয় ইউএস ওপেন কাপ ঘরে তুলেছে হিউস্টন। তারা প্রথমবার টুর্নামেন্টটি জিতেছে ২০১৮ সালে।

মেসির চোট নিয়ে আলোচনা কয়েকদিন ধরেই। কোচ মার্টিনোও বলেছিলেন, সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে ডিআরবি পিএনকে স্টেডিয়ামে মিয়ামি মাঠে নামতেই দেখা গেলো দলের তালিকায় মেসির নাম নেই। মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জর্ডি আলবাও বাইরে ছিলেন চোটের কারণে। তবে দুই সতীর্থ মিয়ামির পরাজয় দেখেছেন স্ট্যান্ডে বসে।

তারকারা না থাকায় ম্যাচের পুরো ফায়দা নিয়েছে হিউস্টন। প্রথমার্ধেই জাল কাঁপিয়েছে দুইবার। ২৪ মিনিটে একটি গোল করেছেন গ্রিফিন ডোর্সি। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় তুলে নেন অ্যামিন ব্যাসি।

সফরকারী দল বেশির ভাগ ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও মিয়ামি ফেরার বহু চেষ্টা করেছে। কিন্তু মেসি না থাকায় ফিনিশিং টাচের অভাবটা টের পেয়েছে তারা। শেষ দিকে ৯০+২ মিনিটে পাওয়া সান্ত্বনা সূচক গোলে ব্যবধান ২-১ করেছেন জোসেফ মার্টিনেজ।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই খেলার পর থেকে মেসি পায়ের ইনজুরিতে ভুগছেন। আসা-যাওয়ার মাঝে ছিলেন তিনি। ১৬ই সেপ্টেম্বর আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে যাওয়া ম্যাচটিতেও তিনি ছিলেন না। ২০শে সেপ্টেম্বর টরোন্টোর বিপক্ষে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রায় ৩০ মিনিট খেলার পর উঠিয়ে নেওয়া হয় তাকে। ওই ম্যাচটা ৪-০ গোলে জিতেছে মিয়ামি।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।