টুইটারের নতুন লোগো ‘এক্স’ সান ফ্রান্সিসকো শহরের কিছু সংখ্যক মানুষের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। টুইটারের হেড কোয়ার্টারের ছাদে জ্বলজ্বল করা সংস্থাটির রাতের অন্ধকারে আশেপাশের বাড়িগুলো লোগোর ছটায় আলোকিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের ৷
সোমবার (৩১শে জুলাই) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৮শে জুলাই) টুইটারের হেড কোয়ার্টারের ছাদে ‘এক্স’ লোগো স্থাপন করেছে সংস্থাটি। যা স্থানীয়দের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, ’এক্স লোগোর তীব্র আলোক ছটায় রাতে ঘুমাতে পারছেন না তারা।
এ বিষয়ে সমস্যার কথা জানিয়ে ‘এক্স’ ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সান ফ্রান্সিসকোর বিল্ডিং পরিদর্শন বিভাগ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।
টুইটার তথা এক্স ব্যবহারকারী এক ব্যাক্তি লিখেছেন, শোবার ঘরের ঠিক সামনেই এক্স লোগোটি রয়েছে। যা পুরো ঘরকে আলোকিত করে রাখছে। এতে রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে।
আরেক এক্স ব্যবহাকারী জানিয়েছেন, তাদের বুদ্ধি-বিবেচনার যথেষ্ট অভাব রয়েছে। কোনো কিছু চিন্তা-ভাবনা না করেই লোগোটি স্থাপন করা হয়েছে।
সান ফ্রান্সিসকোর বিল্ডিং পরিদর্শন বিভাগ বলছে, ইতোমধ্যে এ বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে। তবে কোম্পানির প্রতিনিধিদের কাছে লোগোটি দেখতে চাইলে ছাদে যাওয়ার অনুমতি মেলেনি। একজন বিল্ডিং পরিদর্শক জানিয়েছেন লোগোটি অস্থায়ী হতে পারে।
এর আগে সোমবার (২৪শে জুলাই) সামাজিক মাধ্যমটির ব্র্যান্ড ও লোগো পরিবর্তন করেন মাস্ক। নতুন লোগোতে নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’ ফুটিয়ে তোলা হয়েছে
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক এবং টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির জন্য একটি লোগো উন্মোচন করেছেন। যাতে নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’ ফুটিয়ে তোলা হয়েছে।
সেসময় লিন্ডা ইয়াকারিনো এক টুইট বার্তায় জানান, ‘এক্স চলে এসেছে! আসুন আমরা এগিয়ে যাই’। একইসঙ্গে তিনি সান ফ্রানসিসকোতে টুইটারের অফিসের ওপর প্রজেক্ট করা নতুন লোগোর একটি ছবি প্রকাশ করেছেন।
এদিকে চলতি মাসের ২৩ জুলাই টুইটারের লোগো পরির্তনের ঘোষণা দেন ইলন মাস্ক। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমরা দ্রুত টুইটারের ব্র্যান্ড এবং ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব।’
টুইটে ইলন মাস্ক আরও বলেছিলেন, যদি আজ রাতে ভালো একটি ‘এক্স লোগো’ পাওয়া যায়, তাহলে কাল থেকে পুরো বিশ্বে এটি পরিবর্তন করা হবে।
চলতি বছরের এপ্রিলে টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াকারিনোকে স্বাগত জানানোর সময় মাস্ক টুইট করে লেখেন, লিন্ডার সঙ্গে স্বয়ংসম্পূর্ণ অ্যাপ ‘এক্স’ তৈরি করার জন্য কাজ করব।
এ ছাড়া গত বছরের অক্টোবরে মাস্ক বলেছিলেন, ‘এক্স’ অ্যাপ তৈরি করার জন্যই টুইটার কেনা হয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।