ঢাকা শেয়ার বাজার

১ নভেম্বর ২০২৫ শনিবার ১৬ কার্তিক ১৪৩২

রাশিয়ার জ্বালানি কিনেছে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা সত্ত্বেও

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো গত বছর রাশিয়ার থেকে ২৯ বিলিয়ন ইউরোরও বেশি মূল্যর জ্বালানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে, মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকার পরেও।

এমনটিই জানিয়েছে রাশিয়ার বাণিজ্য ভিত্তিক দৈনিক আরবিকে।

তবে রাশিয়া থেকে জোটটির জ্বালানি আমদানি আগের বছরের তুলনায় তিন গুণ কমেছে বলে জানিয়েছে আরেক রুশ সংবাদমাধ্যম আরটি। সে সময়ে দেশটি থেকে ৯০ বিলিয়ন ইউরোর জ্বালানি আমদানি করেছিল ইইউ। নিষেধাজ্ঞা থাকায় আমদানি কমলেও রাশিয়ার তেল, পেট্রোলিয়াম পণ্য এবং প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রেখেছে জোটটি।

যদিও রাশিয়া থেকে তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনা নিষিদ্ধ করেছিল ইইউ, তবে বুলগেলিয়াকে রাশিয়ার সমুদ্রজাত তেল আমদানির জন্য অস্থায়ীভাবে অনুমতি দেয়া হয়েছিল। একই সঙ্গে জোটটি দ্রুজবা ওয়েল পাইপলাইন ব্যবহারেরও অনুমতি দিয়েছিল। এই পাইপলাইন ব্যবহার করে তেল আমদানি করে হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক রিপাবলিক। তাছাড়া রাশিয়ার পাইপলাইন গ্যাস ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) রফতানিও নিষেধাজ্ঞার কারণে তেমন একটা প্রভাবিত হয়নি।

আরও পড়ুন…

কোকাকোলা বাংলাদেশ কে কিনছে তুর্কি কোম্পানি

আরবিকে জানিয়েছে, ২০২৩ সালে ২৭ সদস্য দেশবিশিষ্ট জোটটিতে সামগ্রিকভাবে ৫০ দশমিক ৬৪ বিলিয়ন ইউরোর পণ্য রফতানি করেছে রাশিয়া। বিপরীতে ইইউ থেকে ৩৮ দশমিক ৩২ বিলিয়ন ইউরোর পণ্য আমদানি করেছে রাশিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইইউ রাশিয়ার ওপর ১২টি প্যাকেজে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় কমিশেনর দাবি, এই বিধিনিষেধগুলোর ফলে রাশিয়ার সঙ্গে জোটটির বাণিজ্যিক লেনদেন নিষেধাজ্ঞা আরোপের আগের সময়ের তুলনায় প্রায় ১৪৭ বিলিয়ন ইউরো কার্যকরভাবে কমেছে।

একই সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেনে ইউরোপীয় ইউনিয়নের আধিপত্য অর্ধেকেরও বেশি কমে ১৫ শতাংশে নেমেছে বলে এই মাসের শুরুতে জানিয়েছিলেন রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ম্যাকসিম রেশেতনিকভ। বিপরীতে দেশটির বাণিজ্য তার তথাকথিত বন্ধুত্বসুলভ দেশগুলোর সঙ্গে বেড়ে দাঁড়িয়েছে ৭৭ শতাংশে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।