ঢাকা শেয়ার বাজার

১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার ১ পৌষ ১৪৩২

রুপার নতুন রেকর্ড, বাড়ছে স্বর্ণের দামও

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়েছে, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারের সিদ্ধান্তের আগে ব্যবসায়ীদের আশাবাদী মনোভাবের প্রভাবে।

অন্যদিকে, সরবরাহ সীমিত থাকার কারণে রুপার দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ২১১ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ২৩৬ দশমিক ২ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন ফেডের দুই দিনের বৈঠক বুধবার (১০ ডিসেম্বর) শেষ হবে এবং ব্যবসায়ীরা এই সপ্তাহে ২৫-বেসিস-পয়েন্ট কমানোর ৮৭ দশমিক ৪ শতাংশ সম্ভাবনা দেখছেন। আরজেও ফিউচারের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন বলেন, ‘এই মুহূর্তে স্বর্ণের দামের পরিবর্তনের মূল কারণ রুপার দাম বাড়া এবং সুদের হারে সম্ভাব্য কোয়ার্টার-পয়েন্ট কমানো।’

মার্কিন শ্রম বিভাগের চাকরির সুযোগ এবং শ্রম টার্নওভার জরিপ (জেওএলটিএস) রিপোর্টে দেখা গেছে, গত অক্টোবর মাসে চাকরির সুযোগ বেড়ে ৭ দশমিক ৬৭ মিলিয়নে পৌঁছেছে, যা পূর্বাভাস ৭ দশমিক ১৫ মিলিয়নের চেয়ে বেশি। এটি শক্তিশালী শ্রমবাজারের ইঙ্গিত দিচ্ছে। হ্যাবারকর্ন জানান, ‘স্বর্ণের দাম চাকরির প্রতিবেদনকে প্রভাবিত করতে পারেনি। ২০২৬ সালের প্রথমার্ধে রুপার দাম ৭০ ডলারের উপরে এবং স্বর্ণ ৫ হাজার ডলারের দিকে যেতে পারে।’

এদিকে, স্পট সিলভারের দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৬০ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ। সিটি ইনডেক্স ও ফোরেক্স ডট কমের বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘মানুষ আশা করছে আগামী বছরগুলিতে রুপার চাহিদা বাড়বে, তাই ক্রয়ের গতি শক্তিশালী।’

সিলভার ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সৌরশক্তি, বৈদ্যুতিক যানবাহন ও তাদের অবকাঠামো, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাত ২০৩০ সাল পর্যন্ত রুপার চাহিদা বাড়াবে।

বিশ্বব্যাপী সরবরাহ কম, মজুতের পরিমাণ হ্রাস, ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা এবং মার্কিন গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় সম্প্রতি যুক্ত হওয়াই রুপার দাম বাড়ার কারণ। স্প্রট অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার মারিয়া স্মিরনোভা বলেন, ‘ধাতু স্বভাবতই অস্থির, কিন্তু সরবরাহ না বাড়ালে রুপার দাম কেবল বাড়বে।’

এছাড়া, প্লাটিনামের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৬৮৮ দশমিক ৩৯ ডলার প্রতি আউন্সে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৫০৩ দশমিক ৭৪ ডলার প্রতি আউন্সে পৌঁছেছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।