রেনাটা পিএলসি যুক্তরাজ্যের বাজারে নতুন ওষুধ ফ্লুড্রোকোর্টিসন দশমিক ১ মিলিগ্রাম ট্যাবলেট বিক্রি শুরু করেছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে ক্যাবারগোলিন দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেটের জেনেরিক সংস্করণ পাঠিয়েছিল কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ফ্লুড্রোকোর্টিসন প্রাথমিক অ্যাডিসন রোগ ও লবণহ্রাসকারী অ্যাড্রেনোজেনিটাল সিন্ড্রোমের চিকিৎসার জন্য ব্যবহার হয়। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (ইউকে এমএইআরএ) অনুমোদিত রেনাটার কারখানায় ওষুধটি উৎপাদন করা হয়েছে, যা রেনাটা (ইউকে) লিমিটেডের অধীনে দেশটিতে বাজারজাত করা হচ্ছে।
১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ২৭২ কোটি ১৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০।
রেনাটা পিএলসির ৫১.২৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৮৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১৯.৪৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭.৪৪ শতাংশ শেয়ার রয়েছে।