বেশ কিছুদিন যাবৎ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলির বেশিরভাগই লভ্যাংশ ও ইপিএস ঘোষণা হবার পরে কোম্পানিগুলির ওয়েবসাইটে নিউজ প্রকাশ করছেনা।নিয়ম অনুযায়ী প্রাইজ সেন্সিটিভ যে কোন তথ্য আসলে কোম্পানিগুলি প্রথমে বিএসইসি,ডিএসই ও সিএসইতে তথ্য পাঠাবে ,তারপর যে কোন ২ টি দৈনিক পেপারে সংবাদ দিবে পাশাপাশি তাদের ওয়েব সাইটে খবর টি প্রকাশ করবে।
যথাযথ করতৃপক্ষের এই বিষয়ে খেয়াল রাখা উচিৎ। লভ্যাংশ ও ইপিএস ঘোষণা হবার পরে ৫/৬ ঘন্টার মধ্যে, প্রতিটি কোম্পানিকে বাধ্য করা হোক, যেন তাদের লভ্যাংশ ও ইপিএস কেন্দ্রিক ঘোষণাটি তাদের ওয়েবসাইটে সহজ ভাবে দেয়া হয়। যাতে যে কেউ ওয়েব সাইটে ডুকলেই খবর টি দেখতে পারে।
আশ্চর্য জনক হলে সত্য যৎসামান্য কোম্পানি মিটিং হবার পরে তাদের ওয়েবসাইটে লভ্যাংশ বা প্রান্তিক ইপিএসের খবর আপডেট করে। যে কারণে একটি কোম্পানি কি ঘোষণা করল তা নিজের চোখে দেখতে পারেন না বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীগন বাধ্য হয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে খবর দেখতে। সেখানে আরও সমস্যাতে পরেন বিনিয়োগকারীগন। কেননা অনেক অনলাইন পোর্টালে ভুল ভাবে খবর উপস্থাপন হবার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অবস্থা এমন কোম্পানিগুলি লভ্যাংশ ও ইপিএস ঘোষণা সংক্রান্ত খবর গুলি তাদের ওয়েব সাইটে প্রকাশ করার প্রয়োজনবোধ করেননা।
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবসাইটে প্রাইজ সেন্সিটিভ খবর সহ অন্য যে কোন বিষয় আপডেট রাখা সহ নানাবিধ সমস্যা নিয়ে কাজ করার জন্যে অনুরোধ করেছে সাধারণ বিনিয়োগকারীরা।
Authors
-
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।