পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড (LHB) নতুন পরিচালক নিয়োগ নিয়োগ দিয়েছে।
কোম্পানি জানিয়েছে যে , পরিচালনা পর্ষদ মিসেস ক্যালুডিয়া আইরিস আলবার্টিনিকে পরিচালক হিসেবে নিয়োগ করেছে এবং কোম্পানির অডিট কমিটির সদস্য হিসেবে ২২ জুন ২০২৩ থেকে কার্যকর হয়েছে।