ঢাকা শেয়ার বাজার

২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার ৯ আশ্বিন ১৪৩২

লিকি গাট থেকে জটিল রোগ : ৫ম ও শেষ পর্ব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

লিকি গাট থেকে জটিল রোগ : ৫ম ও শেষ পর্ব

লিকি গাট কিভাবে ভাল করবেন?

লিকি গাট সহ যাবতীয় পেটের সমস্যা দূর করতে 5R প্রোটোকল মেনে চলুন।

The 5R Protocol :

1. Remove : যেসব খাদ্য ও ফ্যাক্টর অন্ত্রের গাত্রে ইনফ্লেমেশন বা প্রদাহ সৃষ্টি করে তা দূর করা।
– গম, লালভাত, বিন, ডাল, সয়াবিন
– রিফাইন সিড অয়েল (সয়াবিন, ক্যানোলা, রাইস ব্রান, কর্ন অয়েল, সানফ্লাওয়ার অয়েল)
– চিনি, জুস, কোল্ড ড্রিংকস
– সকল ডেইরী প্রোডাক্ট
– প্রসেসড ফুড, ফাস্ট ফুড, বেকারি প্রোডাক্ট
– এলকোহল, তামাক
– এন্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ঔষধ, পেইনকিলার NSAIDs
– ক্রনিক স্ট্রেস
– এলার্জিক খাবার – যদি কোন খাবারে এলার্জি বা সেনসিটিভিটি থাকে তবে আপাতত বাদ দিতে হবে।

2. Replace : এন্টি-ইনফ্লেমেটারি খাদ্য খাওয়া
– নদী ও সামুদ্রিক মাছ
– দেশী মুরগী ও হাঁসের মাংস
– গ্রাস-ফিড রেড মিট
– শাকসবজি ও ফলমূল
– হার্বস ও স্পাইস
– অলিভ অয়েল, কোকোনাট অয়েল
– নাটস

3. Repair : প্রদাহ নিরাময়ের জন্য বিশেষ খাবার ও সাপ্লিমেন্ট
– সামুদ্রিক তৈলাক্ত মাছ (ইলিশ, স্যামন, ম্যাকারেল, সার্ডিন ইত্যাদি)
– এন্টি-অক্সিডেন্ট (ভিটামিন এ, সি ও ই) যুক্ত খাবার
– সলিউবল ফাইবার যুক্ত সবজি বা ফল (মিষ্টি আলু, স্কোয়াশ, মিষ্টি কুমড়া, কলা)
– পর্যাপ্ত পানিপান
– Bone broth
– সাপ্লিমেন্ট : Collagen, Glutamine, ওমেগা-৩ ফিশ অয়েল, কড লিভার অয়েল, জিংক

4. Rebalance : প্রোবায়োটিক ও প্রিবায়োটিক এর মাধ্যমে গাট মাইক্রোবায়োম ব্যালেন্স ফিরিয়ে আনা
– প্রোবায়োটিক খাদ্য (raw sauerkraut, Kimchi ও অন্যান্য ফার্মেন্টেড সবজি)
– প্রোবায়োটিক সাপ্লিমেন্ট
– প্রিবায়োটিক খাদ্য (ব্রুকলি, ফুলকপি, বাঁধাকপি, রসুন, পেঁয়াজ, আদা, লিক, এসপ্যারাগাস ইত্যাদি)

5. Reintroduce
– ৩০ দিন পর এলার্জিক খাবারগুলোর মধ্য থেকে ১ টি খেতে হবে এবং দেখতে হবে কোনরূপ শারীরিক কিম্বা মানসিক বিরূপ প্রতিক্রিয়া হয় কিনা। ৩ দিন পর আরেকটা খেয়ে পরীক্ষা করতে হবে।

এছাড়া লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে :
ইন্টারমিটেন্ট ফাস্টিং ,পর্যাপ্ত ঘুম ,স্ট্রেস কন্ট্রোল  যোগব্যায়াম ও  মেডিটেশন করলে ভালো থাকা যাবে ।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।