ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

শেয়ারবাজারের উত্থান হলে আইসিবি চেয়ারম্যান ভয় পান ও আতঙ্কিত হন, দিয়েছেন ব্যাখ্যা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ারবাজারের উত্থান হলেও তিনি ভয় পান, আতঙ্কিত হন এমন মন্তব্যে বিনিয়োগকারীদের মধ্যে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে বিষয়টি নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন উঠে এসেছে।

সে কারণে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশর (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমদ  তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর আইডিইবি ভবনের হল রুমে ইনস্টিটিউটঅব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিতস্ট্রেটেনিং গভর্নেন্স ফ্রেমওয়ার্ক ওয়ে ফরওয়ার্ড টু ভাইরেন্ট ক্যাপিটাল মার্কেটসেমিনারে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সেমিনার আইসিএসবির সিনিয়র সহ সভাপতি এম নূরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো: মহাসিন চৌধুরি। বিশেষ অতিথি ছিলেন আইসিবির চেয়ারম্যানঅধ্যাপক আবু আহমেদ পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স সদস্য কে এম মাজেদুর রহমান। কিনোটা প্রেজেন্টার ছিলেন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম এবং ডিএসইর ডিপুটিজেনারেল ম্যানেজার সায়েদ মাহমুদ জুবায়ের।

এছাড়া প্রাতিষ্ঠানিক আলোচনায় অংশ নেন ঢঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজমান্নান ইমন, চিটাগং স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এম সাইফুর রহমান মজুমদারএবং ডিএসইসির সিএফও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জি এম সাত্তিকু আহমেদ শাহ।

আবু আহমেদ বলেন, শেয়ারবাজারের উত্থান হলেও তিনি ভয় পান, আতঙ্কিত হন। কারণ হিসেবে তিনি বলেন, সবাই মনে করে আমি বাজারের ভালো চাই না। আসলে ব্যাপারটা তেমন না, ব্যাপারটা হলো শেয়ারের দাম বাড়লে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আসে আর শেষে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জন্য আমি আতঙ্কিত হই।

২০১০ সালের আমরা সেটা দেখেছি। অথচ কিছু বিনিয়োগকারী না বুঝেই আমাকে দায়ী করেবলে অমুকের চামড়া তুলে নেব আমরা।

মার্জিন লোন তুলে দেবার কথা বলেছিলাম তখনও একই ধরনের কথা বলেছিল। আমার মনে হয়, আসলেই তারা তাদের লাভ ক্ষতির বিষয়টা বুঝতে পারে পারে না

তিনি বলেন, প্রথমে কয়েকটি ব্যাংকের দায়িত্ব পেয়েছি বলে শুভেচ্ছা শুনছিলাম, পরে আইসিবিতে বসান হলো। অনেকে মনে করছে খুব ভালো আছি, আসলে আমি আগুনেরপাতিলের ওপরে বসে আছি। প্রতিষ্ঠানটি প্রায় ডুবে যেতে বসেছিল, কোনো রকমে বাঁচানোরচেষ্টা করছি।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা দুইচার মাসের মধ্যে ভালো অবস্থানে আসবে। আগের মতো দুর্নীতি হচ্ছে না। কিছু দুর্নীতি হলেও, বিদেশে টাকা পাচার বন্ধ হয়েছে। অনেকের শাস্তি হচ্ছে ফলে ভবিষ্যতে অনিয়ম করার সাহস পাবে সব মিলিয়ে আমি ভালো একটা অর্থনীতির আশা করছি।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।