শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারদর কারসাজির দায়ে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩৫ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিএসইসির ৯৩৪ তম কমিশন সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি তালিকাভুক্ত কোম্পানি এবং একটি মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এই জরিমানা করা হয়েছে।
২০২১ সালের ৩-২৬ অক্টোবর পর্যন্ত ফরচুন সুজ লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে আবুল কালাম মাতবরকে ৭ কোটি ২০ লাখ, ডিআইটি কো-অপারেটিভ লিমিটেডকে ১৫ কোটি, কাজী সাদিয়া হাসানকে ২৫ কোটি, কনিকা আফরোজকে ১৯ কোটি, মো. আবুল খায়েরকে ১১ কোটি ও সাজিদ মাতবরকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২১ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শেয়ার লেনদেনে কারসাজির দায়ে সাজিদ মাদবরকে ১ কোটি ৬০ লাখ, মো. বাশারকে ১ কোটি ১৫ লাখ, মো. আবুল খায়েরকে ১৯ কোটি ১৫ লাখ, কনিকা আফরোজকে ২ কোটি ৯০ লাখ, কাজি সাদিয়া হাসানকে ১ কোটি ৯০ লাখ, কাজি ফুয়াদ হাসানকে ১ লাখ, ডিআইটি কো-অপারেটিভকে ৮৪ লাখ ও আবুল কালাম মাতবরকে ২২ কোটি ৩০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ২০২১ সালের ৭-২৭ অক্টোবর পর্যন্ত শেয়ার লেনদেনে কারসাজির দায়ে মো. আবুল খায়েরকে ২ কোটি ৩০ লাখ, আবুল কালাম মাতবরকে ৪ কোটি ১৫ লাখ, কাজি সাদিয়া হাসানকে ১১ লাখ, কনিকা আফরোজকে ১ লাখ, ডিআইটি কো-অপারেটিভকে ১২ লাখ, আলেয়া বেগমকে ১ লাখ, মোহাম্মদ বাশেরকে ১ লাখ, মোনার্ক হোল্ডিংস লিমিটেডকে ১ লাখ ও সাজেদা মাতবরকে ১ লাখ টাকা দণ্ডের সিদ্ধান্ত হয়।
একই বছরের ২৮ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে মো. আবুল খায়েরকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১ লাখ, কাজি সাদিয়া হাসানকে ২ লাখ, কনিকা আফরোজকে ১ লাখ, কাজি ফরিদ হাসানকে ৩৫ লাখ ও কাজি ফুয়াদ হাসানকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
কমিশন সভায় ২০২৩ সালের ১৭ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালককে ২০ লাখ টাকা করে জারিমানা করা হয়েছে। তবে জরিমানার বাইরে রয়েছেন কোম্পানিটির স্বতন্ত্র ও মনোনীত পরিচালকরা। এ জরিমানা তাদের ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধ করতে হবে।
তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডে ২০২৩ সালের ২৩ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সময়ে ইউনিট লেনদেনে কারসাজির দায়ে মাহফুজা আক্তারকে ১০ লাখ ও দেওয়ান সালেহীন মাহমুদকে ৪০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এএনডব্লিউ সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে পরবর্তী সময়ে সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি পূরণ হয়েছে।
এছাড়া মূল ব্যবসার বাইরে বিনিয়োগ করায় মোনার্ক হোল্ডিংস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৩০ কার্যদিবসের মধ্যে মোনার্ক মার্ট ও সফটাভিন লিমিটেডে বিনিয়োগ করা অর্থ মোনার্ক হোল্ডিংয়ের হিসাবে ফেরত আনার নির্দেশ দেয়া হয়েছে।
কমিশন সভায় ৩০ কার্যদিবসের মধ্যে এ অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, এই জরিমানার মাধ্যমে পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ভবিষ্যতে শেয়ার কারসাজি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এমন কঠোর পদক্ষেপ বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।