দেশের শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহারে জোর দিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বর্তমানে অনেক ট্রেকহোল্ডার একাধিক ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করছে। যার ফলে কিছু প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের সিকিউরিটিজ বিক্রি ও নগদ অর্থ আত্মসাৎ করে তা গোপন করছে। এ ধরনের অপব্যবহার ঠেকাতে বিএসইসি ৩০ জুন ২০২৫, পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য।
গত বুধবার (৩০ এপ্রিল) বিএসইসির ৯৫৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সভার শেষে সংস্থার মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএসই ও সিএসই মিলিয়ে ২৯১টি ডুয়েল ট্রেকহোল্ডারের মধ্যে ১৩টি ইতোমধ্যে সফটওয়্যার বাস্তবায়ন সম্পন্ন করেছে এবং ১৭৮টি প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, সিএসইর ৮২টি সিঙ্গেল ট্রেকহোল্ডারের মধ্যে ২৮টি সফটওয়্যার বাস্তবায়ন শেষ করেছে এবং ১৫টি প্রতিষ্ঠানের কাজ প্রক্রিয়াধীন।
বিএসইসি বলছে, নির্ধারিত সফটওয়্যার বাস্তবায়ন হলে সিডিবিএল ও স্টক ব্রোকারদের হেফাজতে থাকা সিকিউরিটিজের মধ্যে যে গরমিল তৈরি হয়, তা হ্রাস পাবে। একইসঙ্গে বাজারে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।