শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ২ জনউদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়–বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
এমটিবির উদ্যোক্তা পরিচালক অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। অন্যদিকে কোম্পানির আরেক পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ঘোষণাদিয়েছেন উক্ত ২০ লাখ শেয়ার কিনবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির কর্পোরেট উদ্যোক্তা অ্যাসোসিয়েটেড বিল্ডার্সের কাছে থাকা মোট ৮৩ লাখ ৬৩হাজার ১১০টি শেয়ারের মধ্যে থেকে প্রতিষ্ঠানটি ২০ লাখ শেয়ার বিক্রিয় করবে। অপর দিকে ব্যাংকটির পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী উক্ত ২০ লাখ শেয়ার কিনবেন।
এমটিবির উদ্যোক্তা ও পরিচালকরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয়- বিক্রয় করতে পারবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।