দেশের শেয়ার বাজারে বিবিধ খাতে আজ (২৫ মার্চ)থেকে নতুন একটি কোম্পানি যুক্ত হলো।কোম্পানিটি হলো হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি (HAMI), কোম্পানিটির ট্রেডিং কোড হবে– HAMI, এটি ‘বিবিধ’ খাত থেকে লেনদেন কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য শেয়ার বাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (IMAMBUTTON)কোম্পানির প্রস্তাবিত নাম, ট্রেডিং কোড এবং সেক্টর পরিবর্তন অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) ।
তদনুসারে, কোম্পানির নাম হবে ‘ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড –এর পরিবর্তে ‘হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি‘ এবং ঔষধ ও রসায়ন খাতের পরিবর্তে এটি ‘বিবিধ’ খাত থেকে লেনদেন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া কোম্পানিটির ট্রেডিং কোডও পরিবর্তন করা হয়েছে। নতুন কোড হবে– HAMI। তবে আলোচ্য বিষয় ছাড়া কোম্পানিটির বাকি সব বিষয় অপরিবর্তিত থাকবে।
আজ থেকে ইমাম বাটন নামে আর লেনদেন হবেনা।এখন থেকে কোম্পানিটি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি (HAMI) নামেই লেনদেন হবে।