ঢাকা শেয়ার বাজার

২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার ৯ আশ্বিন ১৪৩২

শেয়ার বাজারের বিবিধ খাতে যুক্ত হলো হামি ইন্ডাস্ট্রিজ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের শেয়ার বাজারে বিবিধ খাতে আজ (২৫ মার্চ)থেকে নতুন একটি কোম্পানি যুক্ত হলো।কোম্পানিটি হলো হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি (HAMI), কোম্পানিটির ট্রেডিং কোড হবে– HAMI, এটিবিবিধখাত থেকে লেনদেন কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য শেয়ার বাজারে  তালিকাভুক্ত ঔষধ রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (IMAMBUTTON)কোম্পানির প্রস্তাবিত নাম, ট্রেডিং কোড এবং সেক্টর পরিবর্তন অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE)

তদনুসারে, কোম্পানির নাম হবেইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডএর পরিবর্তে  হামি ইন্ডাস্ট্রিজ পিএলসিএবং  ঔষধ রসায়ন খাতের পরিবর্তে এটিবিবিধখাত থেকে লেনদেন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া কোম্পানিটির ট্রেডিং কোডও পরিবর্তন করা হয়েছে। নতুন কোড হবে– HAMI তবে আলোচ্য বিষয় ছাড়া কোম্পানিটির বাকি সব বিষয় অপরিবর্তিত থাকবে।

আজ থেকে ইমাম বাটন নামে আর লেনদেন হবেনা।এখন থেকে কোম্পানিটি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি (HAMI) নামেই লেনদেন হবে।

 

 

 

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।