ঢাকা শেয়ার বাজার

১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার ১ কার্তিক ১৪৩২

শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না ট্রেড করবেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বাংলাদেশের শেয়ার মার্কেটে আমরা যারা বিনিয়োগ করি তারা অল্প দিনেই অনেক টাকা কামানোর প্লান করি বেশির ভাগ ক্ষেত্রেই।

আজকের লেখা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না ট্রেড করবেন ?

যারা বাজারে নতুন ব্যবসা/বিনিয়োগ শুরু করেছে, তারা ব্যবসা শুরু করেই শুধু  ট্রেড করার উপর নির্ভরশিল হওয়া ঠিক নয়, আসলে শেয়ার ব্যবসা একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র।

প্রায় দেখা যায় বেশীর ভাগ ট্রেডার বিশেষ করে নতুনরা , আবার কিছু পুরাতন বিনিয়োগকারী আছেন তারা মনে করে নিউজ শুনবো উঠতি মার্কেটে কিনবো দিনে বেচে দিব, আর কঠিন কি? আসলে বিষয়টি সহজ না। বিষয়টি অনেক সুক্ষ এবং বেশ কিছু টেকনিক আছে; বিশেষ করে নতুনরা এই বিষয়টি অবমূল্যায়ন করে। বাড়তি মার্কেটে / বার লাভ করেই বেশ আত্মবিশ্বাসী  হয়ে ওঠে। যার ফল স্বরুপ অল্প কিছু দিনের মধ্যে বড় রকমের লস করে মার্কেট, এরপর সরকারকে, ডিএসই, সিএসই, বিএসইসি কে গালি দিতে দিতে বের হয়ে যায়।

তাই সব চেয়ে ভালো হলো ফান্ডামেন্টাল টেক্নিকাল  বিচারে শেয়ারে বিনিয়োগ করা, অন্তত অল্প সময়ের জন্য হলেও। যেহেতু টাকা আপনার সিধান্ত আপনিই নিবেন।

এবার ট্রেড বিনিয়োগ নিয়ে কিছু কথা

আপনি ভেবে দেখেন কি করবেন দৈনিক ট্রেড না বিনিয়োগ। নাকি একসাথে দুটিই।

যারা প্রতিদিন মার্কেট দেখতে  পারেন না, তাদের ট্রেডে না যাওয়াই ভালো। ট্রেড করতে গেলে শেয়ার এর দাম, ভলিউম ট্রেন্ড এই টির সার্বক্ষণিক দেখা দরকার এবং এগুলি পর্যবেক্ষণে রাখতে গেলে টেকনিক্যাল এনালাইসিস লাগে যা আমাদের অনেকেরই আয়ত্তে নেই।

যারা মার্কেটে নতুন এসেছেন, তাদের উচিৎ অল্প কিছু টাকা বিনিয়োগ করা, বিচক্ষনতার সাথে ব্যবসা করতে পারলে এই অল্প টাকাই অনেক হয়ে যাবে। এর পাশাপাশি মার্কেট বুঝে শর্ট টার্ম কিছু ট্রেডও করতে পারেন।

যারা এই ব্যবসায় সক্রিয় তারা তাদের টাকার একটা অংশ বিনিয়োগ আর একটা অংশ দিয়ে ট্রেড করতে পারেন।

যারা অবসরে গিয়েছেন বা যাবেন তাদের শেয়ার মার্কেটে বড় বিনিয়গে না যাওয়াই ভালো। আপনার মৌলিক চাহিদা পুরনের মতো অন্তুত থকে   বছরের টাকা  আলাদা রেখে তবেই এই মার্কেটে বিনিয়োগ করবেন।

মনে রাখতে হবে শর্ট টার্ম মার্কেট সবসময়ই ঝুকিপুর্ন। তাই বিনিয়োগের চেয়ে ট্রেডে ঝুঁকি বেশি। শর্ট টার্ম যেহেতু দাম খুব ওঠানামা করে তাই এখানে ভুল হবার সম্ভাবনা বেশী। তাই শর্ট টার্ম ট্রেড এড়িয়ে যেত হবে।

সঠিক শেয়ারে বিনিয়োগ করতে পারলে এর ফল ভালো হয়। ডিভিডেন্ড  তো আছেই। গত ১০/১২ বছরে যারা স্কয়ার ফার্মা, অলিম্পিক, গ্রামীন ফোন কিনেছিল তারা যদি কেনাবেচা না করেও বসে থাকে, তাদের রিটার্ন কত পারসেন্ট হিসাব করলে আশ্চর্য হয়ে যাবেন।

অন্যদিকে  ট্রেডিং দামের কিছু উঠানামা হয় এবং এর সফলতা নির্ভর করে আপনি কতটা সময় দিচ্ছেন তার উপর।

ট্রেড করতে গিয়ে আমরা নিউজ নির্ভর হয়ে উঠি কোনটি ফেক নিউজ তা বোঝার  মতো অভিজ্ঞতা না থাকলে বড় ধরণের ক্ষতির মধ্যে পড়তে হয়,  এই সম্ভাবনা বিনিয়োগে থাকেনা।

আপনি ট্রেড করবেন না বিনিয়োগ করবেন তা নির্ভর করে আপনার বয়স, মানুষিকতা এবং আয়ের উপর। তবে উভয় ক্ষেত্রেই আপনার ফান্ডামেন্টাল টেক্নিকাল জ্ঞান থাকা জরুরী। দুটিকে মিলিত ভাবে ব্যবহার করতে পারলে সফলতার হার অনেক বেশী হবে

Author

  • মোঃ জসিম উদ্দিন তালুকদার দেশের পুঁজিবাজারের সাথে সরাসরি যুক্ত। তিনি উপ-মহাব্যবস্থাপক, জাহান সিকিউরিটিজ লিমিটেডের। পোর্টফোলিও পরিচালনায় সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত পুঁজিবাজারের সাথে যুক্ত আছেন।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।